প্রেম কবিতা- জিবন কবিতা

এসেছে কি যে ভার এই মনে, ভার টা ভীষণ ও ববিতা,
সহ্য করতে পারবোনা জীবনে, ভুলবো, শুনবো কার কবিতা!

সাজিয়ে রাখবো আমার গহীনে, এই মনে, দাঁড়াইতেছো কেন পিছনে?
তুমি আসবে না চোখে? বসবে না বুকে? দিবেনা সাথ জীবনে?

খুশি টা নাকি শুধু রঙ্গিন এক স্বপ্ন, তাও কি ঈদের চাঁদের মত?
দুই টুকরো হাসি যে করেছি যত্ন, ভেবেছো তা নাকি খোটো?

এই আঙ্গুলের ফাঁকে যদি থাকতো তোমার আঙ্গুলটা,
আমাদের শ্বাস আর স্পন্দন ও এক,
কি করবো আমি গো! কি করসি রে ভুল টা?
হারিয়ে যাচ্ছে আমার বিবেক।

ছিল আমার মনের যে ভার টা,
সেই নাকি তোমাকে রাখার কারণেই?
তাকাও না এই দিকে! করো কথা বার্তা,
নাকি আমার ভালোবাসাই বুঝতে পারো নাই? 

                                           -Elixir Piyush Baral

Comments

Popular posts from this blog

Emotions are another form of energy

When you're so F*ked up in love.

What more is our life than a theatrical dance?